তুমি বলেছিলে ফিরে আসবে
তাই আজও বসে আছি
তুমি বলেছিলে ভালোবাসবে
তাই আজও আশায় বাঁচি
ফিরে এসো, ফিরে এসো
তোমায় ভালোবাসি
ফিরে এসো, ফিরে এসো
হৃদয়ের কাছাকাছি।
ভুলে যাবে এই আমাকে
ভাবিনি কখনো
ভালোবাসি আমি তোমায়
এখনো আগেরই মতো
বারে বারে তোমার কাছে
আমি ছুটে আসি।
ভুলে গেছো এই আমাকে
ভুলিনি তোমায় তবুও
গভীর হয়ে মিশে আছো
এ হৃদয়ে তুমি এখনো
বারে বারে মনে পড়ে
লুকিয়ে বলা ভালোবাসি।
আজও হৃদয়ে গেথে আছে
সেই সে মধুর স্মৃতি।