সৈয়দ ইবনু জ্জামান রানা
যারা আমায় শাপ দিলেন
যারা অভিশাপ দিয়েছেন, আমাকে দেখে যান-
আজও শরতের তুলতুলে বর্ষণে না ভিজে কেমন শুকিয়েছ চোখের কোটোর
ভিখেরীর মত পড়ে রই দীঘল শর্বরীতে-
জ্যোৎস্নার অবহেলায়!
কোনোদিন হয়তো ডাক্তারি কাগজে আসবে-
মৃত্যু অতি নিকটে
তখন কি শেষ হবে জ্যোৎস্নার অবহেলা?
দু’চোখ ভেজাবো তখন অজস্র বর্ষণে- আনন্দে!
শবযাত্রায় আমার সাথে দিবেন-
দাদা বাড়ির ধানের ডগায় জমে থাকা শেষ বিকেলের শিশির
একটা রাত আর সেই ভিখেরীর ধুলো-
যার পাশে বসে গল্প করতে করতে ভুলে গিয়েছিলাম
প্রতিটা মানুষেরও কিছু বলার থাকে!
শবযাত্রায় তাকে ডাকবেন প্লিয!
সে আসবে ; দেখে যাবে শতবর্ষ আয়ু চেয়ে ঊর্ধাকাশে তার বিফল দু’হাত
নানাবাড়ির লিচুতলা, দাদাবাড়ির হাওয়ায় খেলা
সবুজ ধানের বুক থেকে ভেসে আসা মাটির গন্ধ! এসব!