Skip to content
মাসুম খান
সব হারা প্রাণ
মন খারাপের দিন গুনে যাই
মন বুনি আমি মন সুতায়।
তুই তো আমার মন পাগলা
মন মিলে না তুই ছাড়া।
আসলে বুঝি পর হয়ে যাস
মন মানে না, মন মাতাস ।
আসবি তবু ভর জোয়ারে
সব হারাই আমি তুই ছাড়া।
মাতাল হাওয়া আছড়ে পড়ে
মন তটিণীর সোনার পায়।
মাসুম অবুঝ মনে আজি সব হারিয়ে তুই ছাড়া।
নন্দনকানন ০১ মার্চ, ২০২১