হোক না তারা এমন

কবিতা: হোক না তারা এমন

লেখা: কামরুজজামান কবির

এমন কিছু মানুষ আছে
যারা মুখের উপর না বলতে পারে না
কিছু মানুষ আছে
যারা অন্যের অনেককিছু ভালো না লাগলেও বলে
খুব ভালো লাগছে
বুকে কষ্ট চেপে রেখেও মুখে হাসি রাখে
অসীম অসহ্য যন্ত্রণা সহ্য করেও বলে
না না, সব ঠিক আছে, এ এমন কিছু না

এমন কিছু মানুষ আছে
যারা সবকিছু জেনেও নিজেকে আড়াল করে রাখে
বুঝতে দেয় না যে সে সবকিছুই জানে
হয়তো ভালোবাসার জন্যেই মুখ বুজে থাকে
এমন কিছু মানুষ আছে
অন্যরা ক্ষতি করলেও
তাদের ক্ষতি হোক এরকম কিছু চায় না

কিছু মানুষ আছে
যারা আপন-পর উঁচু-নিচু জাত-পাত না ভেবে
হাতে হাত রেখে আগলে রাখে মনুষ্যত্ব
কাঁধে কাঁধ রেখে রুখে দেয় অসুর শক্তি
স্নেহের কিংবা ভালোবাসার স্পর্শ দিয়ে বলে-
চিন্তা করো না, পাশেই আছি

এমনকিছু মানুষ আছে
যারা অন্যের দিকে তাকায় না কাকের চোখে
তাকায় না শেয়ালের চোখে
তাকায় না কাঁচা মাংস খেতে

এইসব মানুষেরা হয়তো কারো কাছে
বোকাসোকা, খ্যাত, নিরীহ, আনস্মার্ট…
থাক না এমন কিছু মানুষ
হোক না, তারা এমন
তাদের জন্যেই হয়তো পৃথিবীটা এতো সুন্দর
এখনো বাসযোগ্য আছে!

২৩ আগস্ট, ২০২৩
মতিঝিল, ঢাকা
কামরুজ্জামান কবির

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *