যতটুকু মেলে ধর

কামরুজ্জামান কবির

যতটুকু মেলে ধরো

 

যতটুকু মেলে ধর সৌন্দর্যের পাপড়ি

ততটুকুই প্রাণ পায় কবিতা

খুঁজে পায় শব্দ ছন্দ;

আড়াল কর যদি নিজেকে

কর্পুরের মত উবে যায় কবিতার শব্দগুলো!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *