মধ্য-রাতে

মধ্য-রাতে
চায়ের সাথে
কেটেছে সময়
দূরে চেয়ে থেকে।

নীরব রাতে
একাকি ঘরে
ভেবেছি তোমায় কতো-
রাত জেগে জেগে।

জানালার পাশে
চেয়ারে বসে
বলেছি কতো কথা-
আলো-ছায়ার সাথে।

কামরুজ্জামান কবির
মতিঝিল, ঢাকা
২৮ অক্টোবর ২০২৩

2 thoughts on “মধ্য-রাতে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *