কামরুজ্জামান কবির
নেতা হব
ভাবছি, সবকিছু ছেড়েছুড়ে নেতা হব
লাগামহীন কথা বলার লাইসেন্স পাব
যখন-যা-খুশি বলে দেব
সবাই হাঁ করে শুনবে
হয়তো অনেকেই সহ্য না করবে
তবু ভয়ে কিছু বলবে না, চুপ হয়ে থাকবে!
ভাবছি, সবকিছু ছেড়েছুড়ে নেতা হব
বিদেশে বাড়ি হবে, গাড়ি হবে
বাচ্চাকাচ্চা পড়বে বিদেশ
একটা নিরাপদ আয়েশী জিন্দেগি পাব!
ভাবছি, সবকিছু ছেড়েছুড়ে নেতা হব
জমি দখল করব, টেন্ডারবাজি করব
ব্যাংক খাব, শেয়ারবাজার খাব, ভোট খাব,
আইন খাব, আদালত খাব, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় খাব,
বাজার খাব, শিল্প খাব, সাহিত্য খাব, শিল্পী খাব, লেখক খাব,
বুদ্ধিজীবী খাব, কবি-সাহিত্যক-মাস্টার খাব, সুন্দরী পড়ুয়া খাব,
খাতা-কলম-বই সব খাব, পেশাজীবী খাব, সংবাদপত্র খাব, মিডিয়া খাব
হাতেগোনা যে-কজন ভালো আছে তাদেরও খাব
সবকিছু খেয়ে মক্কা-গয়া-কাশি যাব
আবে-জমজমের পানি খেয়ে পবিত্র হব,
গঙ্গা জলে ডুব দিয়ে নিষ্পাপ হব…
২১ সেপ্টেম্বর ২০২৩
এজিবি কলোনি, মতিঝিল, ঢাকা
বাস্তবতার নিরিখে চমৎকার কথাপুষ্প।