আলভী তৃপ্তি চৌধুরী
নিশ্চুপ আর্তনাদে
তোমার এক চিলতে হাসি আমার ভালোবাসার অভিধানে শব্দ সাজায়,
তোমার ভাসা ভাসা কান্না আমার উন্মত্ত হৃদয়ে চিন চিন ব্যথা বাড়ায়,
তোমাকে নিয়ে দোল খাওয়া হাজার হাজার নক্ষত্র স্নিগ্ধ আলো ছড়ায়,
তোমার নির্ভেজাল স্নেহ আমার স্বপ্নগুলোকে থরে-বিথরে ভেঙে আবার গড়ে,
হে নিশ্চুপ প্রেমের মূর্তি-
একবার চিৎকার করে বলো তোমার অবুঝ অনন্যাকে-
ভালো যে বাসি তোমায় ভীষণ ভালোবাসি।
(হিলিতে ৩ ডিগ্রী সেলসিয়াসে লেপে মাথা মুড়িয়ে)