কবিতা: দ্বিচারিতা
লেখা: কামরুজ্জামান কবির
উলঙ্গরা শেখাচ্ছে কাপড় পরানো
ভণ্ডরা ধার্মিকতা
চোরেরা শেখাচ্ছ আমানতদারী
নৃশংসরা মানবিকতা!
মুর্খরা বলছে জ্ঞানের কথা
জ্ঞানীরা হয়েছে চুপ
সন্ত্রাসীরা হয়েছে সমাজের মোড়ল
ভদ্রের মুখে কুলুপ!
চাটুকার শেখাচ্ছে আত্মসম্মান
ধর্ষকেরা নারীর অধিকার
সুশীলেরা আছে গভীর ঘুমে
দুঃশীলের জয়জয়কার!
চেয়ার পেয়ে কবি যতো
হচ্ছে সব ক্রীতদাস
কবিতারা চাটে ক্ষমতার শিশ্ন
আরাম-আয়েশে বারোমাস!
–
–
–
৫ সেপ্টেম্বর ২০২৩
মতিঝিল, ঢাকা
কামরুজ্জামান কবির