কামরুজ্জামান কবির
তোমার শহরে যাব
দীর্ঘ অপেক্ষার পর
কোনো একদিন চুপি চুপি তোমার শহরে যাব
আকাশজুড়ে রামধনু সাজাবে রঙিন তোরণ
প্রজাপতিরা স্বাগত জানাবে পুষ্পবৃষ্টিতে
শহরের পার্কগুলো থাকবে পরিপাটি, কোলাহলমুক্ত
বসে থাকব কেবল তুমি-আমি আর প্রকৃতি;
এমনকি পাখিরাও মুখ লুকোবে পাতার আড়ালে-
লজ্জা পাবে আমাদের মিলন দেখে
কানপেতে শুনবে আমাদের আলাপ।
একদিন তোমার শহরে যাব
শহরের রাস্তাগুলো থাকবে ফাঁকা
কেবল তুমি-আমি হাঁটব বলে।
থাকবে না কোনো কোলাহল-শব্দদূষণ;
কেবল হেঁটেচলা তোমার পায়ের নুপুর
অর্কেস্ট্রা হয়ে বাজবে প্রাণে!
তুমি খালি পায়ে হাঁটবে বলে
থাকবে না একবিন্দুও ধুলো;
বৃষ্টি এসে আগেই ধুয়ে যাবে সব!
সব ফুল হারাবে সুবাশ
তোমার শাড়ির ফুলের সৌরভে!
তোমার খোপায় গুজে দেব বলে-
শহরের ফুলের দোকানে থাকবে না
একটিও বাশি ফুল, কেবল থাকবে
তোমার পছন্দের শুভ্র বেলী।
তোমার শহরে যাবো
দীর্ঘ অপেক্ষার পর
কোনো একদিন চুপি চুপি তোমার শহরে যাব
শহরের সব রেস্টুরেন্ট সাজিয়ে রাখবে কেবল দুটি চেয়ার।
তুমি-আমি মুখোমুখী
গরম কফিতে চুমুক দিয়ে শুরু হবে আলাপ!
কখনো বা ছুঁয়ে ছুঁয়ে দেখবে আমার মুখের প্রতিটি তিল
আমি নাহয় তোমার একটু ছোঁয়া নেব!
শান্ত হবো তোমার প্রেমময় স্পর্শে!
একটা কালো তিল তুলে করবে কপালের টিপ!
আমি নাহয় তিল হয়েই তোমাকে ছুঁয়ে থাকব!
তোমার শহরে যাবো একদিন,
তোমার শহরে যাবো
দীর্ঘ অপেক্ষার পর
কোনো একদিন চুপি চুপি তোমার শহরে যাব।
—-
See Also: Jim Carrey: The Mask Behind the Laughter
১২ জুন, ২০২২, মতিঝিল, ঢাকা।