কামরুজ্জামান কবির
গান: তুমি পাশে থাকলে
তুমি পাশে থাকলে—
আরও কিছু শব্দ হয়তো কবিতা হতো
তুমি পাশে থাকলে—
হয়তো জীবন আরও সুন্দর হতো।
ভুলে গেছো তুমি আমায়, রেখে গেছো ক্ষত
রয়ে গেছে এই মনে স্মৃতিরা যত
ভুলতে পারিনা তোমায় , তোমারই মতো।
চলে গেছো তুমি দূরে, করে আশাহত
কেঁদে যায় এই প্রাণ, মেঘেরই মতো
রয়ে গেছি আমি আজও আগেরই মতো।।
আরও দেখুন: খুনসুটি
Great ❤️