আলভী তৃপ্তি চৌধুরী
খুনসুটি
তোমাকে নীড় ভেবেছি বলেই
বার বার ফিরেছি দিগন্তে হারিয়েও…
তোমাকে আকাশ ভেবেছি বলেই
বার বার উড়িয়েছি আমার নীল হলুদ ফানুস
তোমাকে কাঁদাবো বলেই
মাঝে মাঝে কেড়ে নিই নিঃশ্বাস প্রশ্বাসসম খেলনাগুলো
তোমাকে রাগাবো বলেই
কখনো কখনো বিনিদ্র রাত্রী কাটে আমার অভুক্ততায়
তোমাকে হাসাবো বলেই
শত ব্যথা লুকিয়ে উচ্ছ্বল হাসি হেসে কান্না লুকাই
তোমাকে সুখি করবো বলেই
পৃথিবীর সব দুঃখ কুড়াই
(চরম বিরক্তিকর জার্নিতে হিলি থেকে ঢাকার পথে)