কামরুজ্জামান কবির
খিদে
বাঘ-সিংহ শিকার করে কেবল পেটের খিদে মেটাতে
খিদে মিটে গেলে তারা ঘুমিয়ে পড়ে
পশুপ্রাণিদের দ্বন্দ্ব ততক্ষণ-
যতক্ষণ খিদে থাকে পেটে
পেট ভরলে ভুলে যায় সব দ্বন্দ্ব-বিবাদ
মানুষ শিকার করে
পেট ভরার পরও তারা ঘুমায় না
বেড়ে যায় খিদে বহুগুনে বহুমাত্রায়
বিচিত্রসব খিদে মেটাতে ছুটে চলে অহরাত্র
কতরকম খিদে আছে মানুষের!
পেটের খিদে মিটে গেল সে চায় গৌরবর্ণ মাংসপিণ্ড-
নানাজাতের মাংসপিণ্ড
অন্যের মাথায় কাঠাল ভেঙে খাওয়ার খিদেয় সে জ্বলেমরে
নদী-নালা-খাল-বিল-ভিটেমাটির খিদে তার বেশ পুরনো
এই খিদে মেটাতে সে করে জালজালিয়াতি
এমনকি খুন করতেও দ্বিধা করে না
রঙ্গমহলের জন্য দখল করে দরিদ্রের ভিটেমাটি
সালাম-আদব-নমস্কারের খিদে তাকে হিংস্র করে তোলে
নেতা হওয়ার খিদেয় সে কেড়ে নেয় ভোটের অধিকার
বিরোধি মতকে আটকে দেয় নাশকতা মামলার ফাঁদে
দোযখ-বেহেশত-স্বর্গ-নরক-হ্যাভেনের খিদেয় সে হত্যা করে মানুষ!
See Also: Jim Carrey: The Mask Behind the Laughter