Skip to content
কবিতা: কুল আল-হাকিকত
লেখা: এস. এম. সাব্বির খান
কাতার কাতার ঈদের জামাত যে ময়দানে দাঁড়ায় ভাই,
সেথায় নিষেধ পুজোর ঘটা এমন কোনোও বিধান নাই।
সত্যি যদি থাকতো এমন তাইলে কি রে এই ধরায়,
মসজিদ আর মন্দির ভাই থাকতো খাড়া এক পাড়ায়?
ধর্ম কোথায়, চলবে কিসে কেমন হবে চর্চা তার,
জানতে হলে দেখতে হবে সনদখানা মদীনার।
সাম্য সদা, দ্বন্দ্ব হারাম স্বদেশ হবে সবার ঘর,
ধর্মভেদে মদীনাবাসীর কেউ হবে না কারো পর।
গুরু-লঘু সকল জাতের সমান হবে ঐক্যব্রত,
মুসলমানের জিম্মাদারী বাকিরা তার আমানত।
ইসলাম হবে রাষ্ট্রতন্ত্র কোরআন তার সংবিধান,
মদীনা হবে সার্বজনীন রাসূল হবেন তার প্রধান।
ইতিহাসের তথ্য বলে সেই মদীনায় হয়নি ত্রাস,
সংখ্যাগুরু মুসলমানে হয়নি কারো সর্বনাশ।
কেউ পুড়েনি যিশুর ছবি কেউ হরেনি জায়নবাদ,
সেখান থেকেই শুনলো আরব মানবতার জিন্দাবাদ।
তাই শুধু নয় বিজ্ঞবিশদ কোরআনে কয় পরিষ্কার,
অমুসলিমের হক মারলে আরশ হতে বহিষ্কার।
রাসূল বলেন, সেই তো মু’মিন উম্মত আমার শ্রেষ্ঠজন,
অমুসলিমের হক যে বাঁচায় করে না তার মান হরণ
বিনয় সুরে বলি শোনো হে জমানার মুসলমান,
ইসলাম যে দীক্ষা দিলো তা ভুলালো কার বিধান?
মুসলমানের তকমা সেটে কোরআন হাদীস আমল নাই,
ধর্মবাদের ধান্দাবাজে যা বলিছে শুনছো তাই!
যে ধরাতে কাবা শরীফ সেথায় গয়া, বৃন্দাবন,
কৃষ্ণ পাথর চুমছে সবাই করে না তায় জাত বারণ?
একই জমিন, আকাশ, বাতাস চন্দ্র, সূর্য, বিশ্বময়,
জাতে মানুষ একই সবাই তাই তো তারা ভিন্ন নয়।