কারিকুলাম

কামরুজ্জামান কবির

কারিকুলাম

 

নতুন যে-কারিকুলাম তৈরি হবে
তা পড়ে যে যেন আমাদের বাচ্চারা শিখতে পারে-
কীভাবে মেট্রোরেল তৈরি হয়, তৈরি হয় কীভাবে পদ্মাসেতু
সেখানে যেন থাকে-
বিদ্যুৎ উৎপাদনে কীভাবে কাজ করে পারমাণবিক চুল্লি,
মেট্রোরেল, পদ্মাসেতু, পারমাণবিক চুল্লি তৈরি ও পরিচালনায়
যেন খরচ করতে না হয় ডলার বিদেশি বিশেষজ্ঞের বিতন হিসেবে;

যে-কারিকুলাম তৈরি হবে-

তা পড়ে যেন আমাদের বাচ্চারা জানতে পারে-

অদ্যাবধি আবিষ্কৃত প্রায় ৩ হাজার বছরের বাঙালির গৌরবজ্জ্বল সাংস্কৃতিক ঐতিহ্যের ক্রমধারা

আমাদের শিশুরা যেন জানতে পারে আমাদের দেশ-হয়ে-ওঠার করুণ আত্মত্যাগের কাহিনী

আমাদের শিশুরা যেন শিখতে পারে গোলামি না-করার ইতিহাস

আমাদের শিশুরা যেন শিরদাড়া সোজা করে দাঁড়াতে পারে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *