ইচ্ছে হলে
কামরুজ্জামান কবির
ইচ্ছে হলেই জানালাটা খুলতে পারি
তবু খুলি না–
যদি মুখ গোমরা করে আকাশটা
যদি চেনা হাওয়া বন্ধ করে দেয় সুবাস
যদি নিজেকে আড়াল করে চাঁদ
যদি আলো নিভিয়ে দেয় জ্যোছনা
ইচ্ছে হলেই চেনা-পথে হাঁটতে পারি
তবু হাঁটি না–
কেউ যদি না বলে-
আমাকেও সঙ্গে নিয়ে চলো
কেউ যদি না বলে–
হাঁটব তোমার পাশাপাশি
তোমার পায়ে পা মিলিয়ে
লালশাড়ি পরে, আঙুলে আঙুল ছুঁয়ে
ইচ্চে হলেই ছুটতে পারি অজানা পথে
তবু ছুটি না–
যদি কেউ না বলে– যেও না , ফিরে এসো!
ইচ্ছে হলেই অনেক কাঁদতে পারি ঘরের কোণে বসে
তবু কাঁদি না–
কেউ যদি মুছিয়ে না দেয় চোখের জল
যদি কেউ না হাসে আমার হাসিতে, তাই–
ইচ্চে হলেই আমি আর হাসি না
ইচ্ছে হলেই আমি আর কাউকে ভালোবাসি না!
—
২২ মে ২০২২
আগারগাঁও, ঢাকা
I enjoy what you guys are up too. This sort of clever work and coverage!
Keep up the awesome works guys I’ve included you guys to our blogroll.
Thank You