আনমনে

তৃপ্তি চৌধুরীর কবিতা

আনমনে

তোমাকে পাওয়ার জন্য অনেক সাধনা করতে হয়নি
তবে তোমাকে বাঁচানোর জন্য অনেক সাধনার প্রয়োজন ।
তোমাকে আয়োজন করে কখনো কাঁদানো হয়নি
তাই তোমার অনুভূতিকে রাঙানোর জন্য কাঁদানো প্রয়োজন ।
স্বপ্নগুলো বাজি রেখে তুরুপ খেলি দিনমান
সম্পর্কের স্তরে জমা হয় পাহাড়সম অভিমান।

সকাল : ১৯.১২.২০১৭

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *