কামরুজ্জামান কবির
আদিম হাতুড়ি
তোমার মাটির ফলের গন্ধ, নিঃশ্বাসের স্পর্শে
জেগে ওঠে আদিম হাতুড়ি
সে হাতুড়ির ক্রমাগত আঘাতে
জেগে ওঠে তোমার সুপ্ত আগ্নেগিরি!
জ্বলন্ত আগুণে শুষে নিয়ে আমার সব আদিরস
তুমি হও শান্ত!
কামরুজ্জামান কবির
আদিম হাতুড়ি
তোমার মাটির ফলের গন্ধ, নিঃশ্বাসের স্পর্শে
জেগে ওঠে আদিম হাতুড়ি
সে হাতুড়ির ক্রমাগত আঘাতে
জেগে ওঠে তোমার সুপ্ত আগ্নেগিরি!
জ্বলন্ত আগুণে শুষে নিয়ে আমার সব আদিরস
তুমি হও শান্ত!